প্রিমিয়াম কোয়ালিটির শুঁটকি, সচরাচর কোন দোকান বা শো রুমে ডিসপ্লে হয় না। অধিকাংশ এই জাতীয় শুটকি যে নৌকা বা বুটে মাছ ধরা হয় সেই নৌকাতেই প্রসেসিং করে এই শুটকিটি শুকানো হয়।
এই শুটকিটি কোন দোকান বা শো রুমের ডিসপ্লেতে না থাকলেও কিছু কিছু দোকানে তা পেছনের দিকে বা ফ্রিজে রাখেন। পরিচিত কাষ্টমার বা যারা জানে যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শুটকি তাদের গোডাউনে থাকে তাদের সাথে দর-দাম চূড়ান্ত করে বিক্রি করে থাকেন। আমারও প্রিমিয়াম কোয়ালিটির শুটকি দিতে পারব। একটি অর্ডার করে চেক করতে পারেন।